এ বিশৃঙ্খলার জবাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেছে ইরানের সচেতন জনতা।
আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবসহ ইরানের বিদেশী শত্রুরা এ বিশৃংখলায় আনন্দ প্রকাশ করেছে।
ইরানের সাহসী জনতা রাস্তায় নেমে আবারও প্রমাণ করলো তারা শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সদা প্রস্তুত।
ইরানের কাশান অঞ্চলের অন্তর্ভুক্ত ‘দারুল মু’মিমীন’ শহরের জনগণ আজ (সোমবার, ১ জানুয়ারী ২০১৮) এক বিক্ষোভ র্যালীতে অংশগ্রহণ করে বেলায়েতে ফকীহ ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের প্রতি নিজেদের সমর্থন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।#
